নোবেল সম্পর্কে যা বললেন প্রিন্স মাহমুদ

জাতীয় সঙ্গীতকে অবমাননা করেছেন সা রে গা মা পা খ্যাত শিল্পী নোবেল। এমনই এক বিতর্কে সম্প্রতি জড়িয়েছেন এই শিল্পী। মূলত জনপ্রিয় গীতিকার-সুরকার প্রিন্স মাহমুদের গানের সঙ্গে জাতীয় সঙ্গীতের তুলনা করায় এই বিতর্কের সৃষ্টি। অবশেষে সেই বিষয় নিয়ে প্রিন্স মাহমুদ নিজেই মুখ খুললেন।

ভাইরাল হওয়া ওই ভিডিওতে নোবেল দাবি করেন, প্রিন্স মাহমুদের ‘বাংলাদেশ’ গানকে বাংলাদেশের জাতীয় সংগীত করার দাবিতে একসময় ঢাকা বিশ্ববিদ্যালয়ে মিছিলও হয়েছিল।

রোববার (০৪ আগস্ট) নোবেলের মন্তব্য প্রসঙ্গে মত জানতে চাইলে প্রিন্স মাহমুদ সময় সংবাদকে বলেন, ‘আমি তো এই বিষয়ে কোনো কথা বলবো না। এই বিষয়টা যার তার সঙ্গে কথা বলেন। আমি তো এই বিষয়ে কোনো কথা বলেনি। আমার যেটা মন্তব্য সেটা আমি ফেসবুকে লিখে দিয়েছি। সেখান থেকে নিয়ে নিতে পারেন।

আরো পড়ুন  ম্যাজিক: ১০ মিনিটেই মশা দূর করতে রসুন যেভাবে ব্যবহার করবেন

প্রিন্স মাহমুদের ফেসবুক ওয়ালে তিনি লিখেছেন, ‘জাতীয় সংগীত আমাদের অস্তিত্বের নাম।’

উল্লেখ্য, সম্প্রতি একটি অনুষ্ঠানে সাক্ষাৎকারে নোবেল বলেছেন, ‘রবীন্দ্রনাথের লেখা জাতীয় সঙ্গীত ‘আমার সোনার বাংলা’ যতটা না দেশকে এক্সপ্লেইন করে তারচেয়ে কয়েক হাজার গুণে এক্সপ্লেইন করে প্রিন্স মাহমুদ স্যারের লেখা ‘বাংলাদেশ’ গানটি।

সূত্রঃ সময়নিউজটিভি

Leave a Reply

Your email address will not be published.