ত্বকের কালো দাগকে বলুন চিরবিদায় মাত্র ১টি প্যাক ব্যবহারে

ব্রণ, সানবার্ন বিভিন্ন কারণে ত্বকে কালো দাগ(black spot) পড়তে পারে। মুখের কালো দাগ ত্বকের সৌন্দর্য হানি করে দেওয়ার জন্য দায়ী। বাজার ঘুরলে অনেক নামী দামী ক্রিম পাওয়া যাবে যা ত্বকের কালো দাগ দূর করে থাকে। কিন্তু ঘরোয়া উপায়ে ত্বকের কালো দাগ(black spot) দূর করা সম্ভব। সহজ একটি ফেসপ্যাক(Face pack)ব্যবহার করে দূর করে ফেলুন ত্বকের কালো দাগ।

যা যা লাগবে:
– ১ চা চামচ টমেটোর পেস্ট
– ১ টেবিল চামচ মধু
– ১/২ চা চামচ লেবুর রস(Lemon juice)

যেভাবে তৈরি করবেন:
১। প্রথমে মুখটি পরিষ্কার করে নিন। তারপর একটি তোয়ালে দিয়ে মুখটি মুছে নিন।
২। টমেটোর পেস্ট, লেবুর রস(Lemon juice) এবং মধু ভাল করে মিশিয়ে নিন।
৩। এবার এই প্যাকটি (pack) আঙুল দিয়ে ম্যাসাজ করে ত্বকে লাগিয়ে নিন।
৪। ১০ মিনিট অপেক্ষা করুন।
৫। ১০ মিনিট পর শুকিয়ে গেলে কুসুম গরম পানি দিয়ে মুখটি হালকাভাবে ধুয়ে ফেলুন তারপর ঠান্ডা পানি(Cold water) দিয়ে মুখ ভাল করে ধুয়ে নিন।

কার্যকারিতা :

টমেটো:
টমেটোতে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট উপাদান আছে যা ত্বকের বলিরেখা পড়া থেকে রক্ষা করে। এমনকি এটি ত্বকের কালো দাগ(black spot) দূর করে উজ্জ্বলতা বৃদ্ধি করে থাকে।

মধু:
মধুর অ্যান্টি ব্যাকটেরিয়াল এবং অ্যান্টিসেপটিক উপাদান ত্বকের কোষগুলো ময়োশ্চারাইজ করে ত্বক(Skin) নরম কোমল করে তোলে।

লেবুর রস:
লেবুতে প্রাকৃতিক ব্লিচিং উপাদান রয়েছে যা ত্বকের কালো দাগ(black spot) দূর করে ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধি করে থাকে।

কিছু টিপস:
১। এই প্যাকটি(pack)যখন ব্যবহার করবেন তখন তৈরি করে নেওয়া ভাল। তবে আপনি চাইলে বেশি করে তৈরি করে ফ্রিজে রেখে দিতে পারেন। তবে এক সপ্তাহের বেশি ফ্রিজে রাখা ভাল নয়।

২। এই প্যাক ব্যবহারের আগে ত্বকের(skin) পোরগুলো স্টিম করে খুলে নিন।

Leave a Reply

Your email address will not be published.