চোখের বয়স ধরে রাখুন কিছু আই ক্রিম ব্যবহার করে

মেয়েদের যদি জিজ্ঞেস করা হয় কীভাবে চোখের যত্ন(Eye care) নেন তাহলে অধিকাংশ মেয়েদেরই উত্তর হয় ঠিক এমন- মুখে সাধারনত যে ক্রীম ব্যবহার করি তাই চোখে মেখে নিই। চোখের জন্য আবার আলাদা করে কিছু ব্যবহার করার প্রয়োজন কি? বয়স বাড়ার সাথে সাথে সবচেয়ে বেশি যে জায়গাটিতে প্রভাব পড়ে তা হচ্ছে আপনার এই সুন্দর দুটি চোখ(Eyes)। সাধারনত বয়স ত্রিশের কোটা পার করলেই তার লক্ষণ সবার আগে পরিলক্ষিত হয় চোখের মাধ্যমেই। তাই আকর্ষনীয় ও দীপ্তিময় থাকার জন্য চোখের ত্বকের দরকার বিশেষ যত্ন।

আমাদের চোখ এর ত্বক(Skin) অনেক বেশি কোমল ও নমনীয় হয়ে থাকে। তাই আমাদের মুখের অন্যান্য জায়গার ত্বকের চেয়ে চোখের চারপাশের ত্বক অনেক বেশি তাড়াতাড়ি শুষ্ক হয়ে যায়। তাই চোখের ত্বকের সঠিক যত্ন না নিলে অচিরেই ফাইন লাইন, রিঙ্কেল, ডার্ক সার্কেল(Dark Circle), পাফিনেস অনেক সময় বয়স বাড়ার আগেই আপনার ত্বককে আরো বুড়িয়ে দিতে পারে। এক্ষেত্রে একটি ভাল মানের আই ক্রিম ব্যবহারে এ সকল সমস্যা থেকে অনেকটাই রেহাই পাওয়া সম্ভব।

আরো পড়ুন  ঘরোয়া মাত্র ২টি উপাদানে দূর হবে চোখের নিচে কালো দাগ

আই ক্রিম মূলত চোখ এর চারপাশের ত্বকের কমনীয়তার কথা মাথায় রেখেই বিশেষ উপযোগী করে তৈরি করা হয়েছে। তাই এটি তুলনামূলক ময়েশ্চারাইজারের চেয়ে বেশ গাড় হয় থাকে। এছাড়া চোখের ত্বকের স্বাভাবিক আর্দ্রতা(Humidity) বজায় রাখার জন্য এতে তেলের পরিমাণও একটু বেশিই থাকে। এতে রয়েছে বিশেষ উপাদান যা চোখের ত্বককে অকালে বুড়িয়ে যাওয়ার হাত থেকে রক্ষা করে।

সূর্যের ক্ষতিকর অতি বেগুনী রশ্মির সংস্পর্শে আমাদের ত্বকে কোলাজেনের মাত্রা কমে যায়। কোলাজেন মূলত আমাদের ত্বককে মসৃণ রাখতে সাহায্য করে। তাই কোলাজেনের অভাবে আমাদের চোখে ফাইন লাইন ও রিঙ্কেলের প্রাদূর্ভাব বেশি দেখা দেয়। ভিটামিন(Vitamins) সি কোলাজেনের মাত্রা বাড়িয়ে তুলতে অনেকাংশে সাহায্য করে। তাই রোজ রাতে ঘুমাতে যাবার আগে ভিটামিন সি সমৃদ্ধ আই ক্রিম লাগিয়ে নিলে এসব সমস্যা থেকে অনেকটাই মুক্তি পাওয়া সম্ভব।

যারা বেশি রাত পর্যন্ত জাগেন তাদের জন্য ডার্ক সার্কেল(Dark Circle) এক বিভীষিকার নাম। এছাড়া জীনগত কারণে, বেশি রোদে ঘোরাঘুরি করলে বা একটি নির্দিষ্ট বয়সের পরও ডার্ক সার্কেল দেখা দিতে পারে। ভিটামিন বি৩ ডার্ক সার্কেল কমাতে দারুণ কার্যকরী ভূমিকা পালন করে। তাই যারা ডার্ক সার্কেলের সমস্যায় ভুগছেন তারা ভিটামিন বি৩ সমৃদ্ধ আই ক্রিম নিয়মিত ব্যবহার করলে ভাল ফল পাবেন।

অনেক সময় অনেকেই পাফিনেস বা চোখের ফোলাভাবের সমস্যায় পড়ে থাকেন। মূলত চোখের ত্বকের নিচে অতিরিক্ত পানি জমে চোখে ফোলাভাবের সৃষ্টি করে। ফলে যতই মেকআপ করে লুকানোর চেষ্টা করুন না কেন চোখ এর ত্বক(Skin) ঝুলে গিয়ে চোখের সৌন্দর্যটাই মাটি হয়ে যায়। আসল বয়সের তুলনায় আরো বেশি বয়স্ক দেখায়। পাফিনেস দূর করার ক্ষেত্রে ঠান্ডা সেঁক অনেক বেশি কাজে দেয়। তাই আই ক্রিম ব্যবহারের আগে তা যদি ফ্রীজে ঠান্ডা করে রাখেন তাহলে সবচেয়ে ভালো ফল পাবেন।

আরো পড়ুন  সহজেই স্লিম ও আকর্ষণীয় ফিগার পেতে করুন ৮টি কাজ

আপনাদের সুবিধার্থে কিছু জনপ্রিয় আই ক্রিমের নাম দিয়ে দিলাম-

১. Clinique All About Eyes

২. Origins Refreshing Eye Cream

৩. The Body Shop Drop Of Youth Eye Concentrate

৪. Olay Age Defying Eye Gel

৫. Aveeno Ageless Lifting & Firming Eye Cream

৬. Neutrogena Rapid Wrinkle Repair Eye Cream

৭ Garnier Skin Renew Anti Dark Circle Roller

৮ Prestige Yeux Ginseng D’escargot Eye Roller

তবে যে আই ক্রিমই ব্যবহার করুন না কেন একটা কথা মাথায় রাখতে হবে যে চোখের সমস্যা যেমন একদিনে তৈরি হয় না তেমনি একদিন আই ক্রিম(Ice cream) ব্যবহার করেই ভালো ফল আশা করা যায় না। তাই ধৈর্য্য ধরে নিয়মিত আই ক্রিম ব্যবহার করলে অবশ্যই ভাল ফল পাবেন।

Leave a Reply

Your email address will not be published.