প্রাকৃতিকভাবে চুল রাঙাতে

চুল(Hair) রঙ করবেন বলে ভাবছেন কিন্তু চুল নষ্ট হয়ে যাওয়ার ভয়ে করছেন না? কেমিক্যালযুক্ত রঙ ব্যবহার না করে প্রাকৃতিক উপাদান দিয়ে রাঙান চুল। এতে রঙ যেমন দীর্ঘস্থায়ী হবে, তেমনি চুলও ভালো থাকবে। জেনে নিন কোন কোন প্রাকৃতিক(Natural) উপাদানের সাহায্য চুল রাঙাবেন-

চা
চুলে ধূসর আভা নিয়ে আসতে পারে চা। ব্ল্যাক টি(Black Tea) ফুটিয়ে ঠাণ্ডা করে পানীয়টুকু চুলে লাগান। ১ ঘন্টা রেখে ধুয়ে ফেলুন। যত বেশি সময় চুলে রাখবেন, রঙ ততই গাঢ় হবে।

কফি
ধূসর চুল(Hair) কালো করতে চাইলে কফি ব্যবহার করুন। কফি ফুটিয়ে ঠাণ্ডা করে চুলে লাগান। রঙ দীর্ঘস্থায়ী করতে আপেল সিডার ভিনেগার দিয়ে ধুয়ে ফেলুন চুল।

মেহেদি
চুল রঙ করার সবচেয়ে নির্ভরযোগ্য উপাদান মেহেদি(Mehdi)। চুলে লালচে আভা নিয়ে আসে এটি। মেহেদির গুঁড়া চায়ের লিকারে কয়েক ঘণ্টা ভিজিয়ে রেখে চুলে লাগান। এক ঘণ্টা পর ধুয়ে ফেলুন। এটি চুলের জৌলুসও বাড়াবে।

আরো পড়ুন  দ্রুত নতুন চুল গজাতে ও খুশকি দূর করতে আদার প্যাক

বিট
বিটের রসের সঙ্গে নারিকেল তেল(Coconut oil) মেশান। মিশ্রণটি এক ঘণ্টা লাগিয়ে রাখুন চুলে। আপেল সিডার ভিনেগার দিয়ে ধুয়ে ফেলুন। প্রাকৃতিকভাবে চুল উজ্জ্বল করবে এটি। পাশাপাশি নিয়ে আসবে রঙিন আভা।

লেবুর রস
চুল হাইলাইট করতে পারেন লেবুর সাহায্যে। লেবুর রস(Lemon juice) চুলে লাগিয়ে রাখুন ঘণ্টাখানেক। তারপর মাইল্ড শ্যাম্পু দিয়ে ধুয়ে ফেলুন। হালকা সোনালি রঙ ধারণ করবে চুল।

Leave a Reply

Your email address will not be published.