নতুন চুল গজাতে সাহায্য করবে এই একটি মাত্র প্যাক

চুল পড়া(Hair fall) রোধ করে নতুন চুল গজাতে পেঁয়াজের রস অনেক বেশি কার্যকর, এটা কম বেশি সবাই জানি। পেঁয়াজের রসে সালফার নামক উপাদান রয়েছে যা মাথার তালুর রক্ত চলাচল বৃদ্ধি করে হেয়ার ফলিক তৈরি করে নতুন চুল গজাতে সাহায্য করে।

পেঁয়াজের রস যেভাবে কাজ করে:
পেঁয়াজের রসের সালফার ত্বকে কোলাজেন উৎপাদন বৃদ্ধি করে নতুন চুল গজাতে সাহায্য করে। এতে অ্যান্টি ব্যাক্টেরিয়াল উপাদান আছে যা মাথার তালুকে বিভিন্ন রোগ জীবাণুর হাত থেকে রক্ষা করে।

সপ্তাহে ২/৩ বার পেঁয়াজের রস(Onion juice) ব্যবহারে এটি মাথার তালুর বিভিন্ন সমস্যা যেমন ফাঙ্গাস, খুশকি, ইনফেকশন থেকে মাথার তালুকে রক্ষা করে থাকে। এটি সব ধরণের চুলের অধিকারীরাই ব্যবহার করতে পারেন। এক গবেষণায় দেখা গেছে যে পেঁয়াজের রস চুল পড়া রোধ করে এর সাথে খুশকি এবং মাথার তালুর ইনফেকশন দূর করে থাকে। শুধু তাই নয় অল্প বয়সে চুল পাকা রোধ করে থাকে পেঁয়াজের রস।

আরো পড়ুন  মাথার সামনের চুল গজানোর ঘরোয়া উপায়

পেঁয়াজের রস এবং মধুর তৈরির প্যাক চুল পড়া রোধ করে নতুন চুল গজাতে সাহায্য করবে। আসুন তাহলে জেনে নেওয়া যাক জাদুকরী প্যাকটির কথা।

যা যা লাগবে:
১টি পেঁয়াজ
মধু
এসেন্সিয়াল অয়েল (ইচ্ছা)

যেভাবে তৈরি করবেন:
১। প্রথমে পেঁয়াজ খোসা ছড়িয়ে পরিষ্কার করে নিন। এরপর পেঁয়াজ কুচি করে নিন।

২। পেঁয়াজ কুচি ব্লেন্ডারে ব্লেন্ড করে রস বের করে নিন।

৩। পেঁয়াজ থেকে এর রস আলাদা করে ফেলুন।

৪। পেঁয়াজের রসের সাথে এক-দুই চা চামচ মধু(Honey) মিশিয়ে নিন।

৫। আপনি চাইলে এতে এসেন্সিয়াল অয়েল মিশিয়ে নিতে পারেন।

৬। পেঁয়াজের রসের গন্ধ দূর করতে চাইলে গোলাপ জল অথবা লেবুর রস(Lemon juice) ব্যবহার করতে পারেন।

আরো পড়ুন  চুল পড়া, খুশকি দূর ও চুল ভালো রাখতে আদা ব্যবহার জেনে নিন

যেভাবে ব্যবহার করবেন:
১। এই মিশ্রণটি হাতের আঙ্গুলে নিয়ে মাথার তালুতে ম্যাসাজ করুন।

২। এবার মাথাটি প্লাস্টিক অথবা শাওয়ার ক্যাপ দিয়ে ঢেকে দিন। সারা রাত অথবা কমপক্ষে ৩০ মিনিট এটি মাথায় রাখুন।

৩। পরে শ্যাম্পু(Shampoo) করে ফেলুন।

৪। এটি সপ্তাহে দুইবার ব্যবহার করুন।

Leave a Reply

Your email address will not be published.