বাসায় বসে গোল্ড ফেসিয়াল করার সহজ উপায় শিখে নিন

সুন্দর ও সুস্থ ত্বকের(Skin) জন্য প্রয়োজন ত্বকের সঠিক পরিচর্যা। আর ত্বক পরিষ্কার (clean skin) রাখতে ফেসিয়ালের কোনো বিকল্প নেই। তবে আমরা অনেকেই জানি না কোন ফেসিয়ালটি আমাদের ত্বকের জন্য প্রয়োজন এবং এর সঠিক নিয়ম কী। আমাদের ত্বক অনেক সংবেদনশীল। তাই না জেনে ফেসিয়াল(facial) করা একদমই ঠিক না। কিন্তু ঘরে বসে বসে আপনি খুব সহজেই নিজের ত্বকের চাহিদা মোতাবেক গোল্ড ফেসিয়াল(gold facial) করতে পারবেন। আসুন জেনে নেয়া যাক সে উপায়-

ক্লিঞ্জিং করার জন্য:

– ২ চামচ দুধ

– ১ টা কটন বল

# একটি বাটতে দুধ(Milk) নিয়ে,তাতে কটন বল ভিজিয়ে মুখে ১০ মিনিট লাগিয়ে রাখবে। ১০মিনিট পর ধুয়ে ফেলবে (wash)।

স্ক্রাবিং করতে:

আরো পড়ুন  ঘরোয়া পদ্ধতিতে ফেসিয়াল করার উপায় জেনে নিন

– ১ চামচ চিনি

– ১ চামচ লেবুর রস(Lemon juice)

– ১ চামচ মধু

# একটি বাটিতে নিয়ে উপকরণগুলো ভালো করে মিক্স করে নিবেন। ২/৩ মিনিট মুখে লাগিয়ে স্ক্রাব করবেন। ২/৩ মিনিট পর মুখ ধুয়ে ফেলবেন।

স্টিমিং:

– হালকা গরম পানি(Hot water)

– ক্লীন তোয়ালে

# গরম পানির মধ্যে তোয়ালে ভিজিয়ে নিগড়ে নেবে হালকা তারপর মুখে রাব করবে কিছুক্ষণ।

গোল্ড ফেসিয়াল (gold facial) প্যাক:

– ১ চামচ দই

– হাফ চামচ হলুদ

– ১ চামচ নারকেল তেল(Coconut oil)

– ১ চামচ লেবুর রস

– ১ চামচ মধু(Honey)

# সব উপকরণ বাটিতে নিয়ে ভালো করে মিক্স করে নেবে। মুখে ১৫/২০ মিনিটের মত লাগিয়ে রেখে নরমাল পানি (water) দিয়ে ধুয়ে নিতে হবে। মাসে ১ বার ব্যবহার করবে।

Leave a Reply

Your email address will not be published.