শিরোনাম দেখে চমকে গেলেন, বিশ্বাস হচ্ছে না? হে আপনি চাইলে মাত্র এক রাতেই আপনার ত্বককে আগের চাইতে অনেক উজ্জ্বল ও ফর্সা(fair) করতে পারবেন। আগামীকাল কোথাও বেড়াতে যাবেন বা প্রিয়(like) মানুষটির সাথে দেখা হবে, এদিকে আপনাকে দেখাচ্ছে কালচে আর মলিন? একদম চিন্তা করবেন না। আজ রাতেই সেরে ফেলুন ছোট্ট এই রূপচর্চা (beauty care) আর সকাল উঠে দেখুন কেমন ফর্সা, উজ্জ্বল(brught) ও প্রাণবন্ত দেখাচ্ছে আপনাকে। একই সাথে ত্বক(skin) হয়ে উঠেছে একদম শিশুদের মতই নরম ও কোমল!
যা যা লাগবে_
– খাঁটি গোলাপ জল(rose water)
– গরুর খাঁটি দুধ (কাঁচা)
যা করবেন_
– প্রথমেই মুখটি ভালো করে clean করে নিন। তুলোতে ক্লিনজিং মিল্ক মেখে ত্বকে বুলিয়ে নিন। তারপর হালকা কুসুম গরম water ও ফেসওয়াশ দিয়ে মুখ ধুয়ে নিন। ভালো করে পানির ঝাপটা দেবেন। ত্বক পরিষ্কার না হলে উপায়টি ভালো কাজ করবে না।
– তোয়ালে দিয়ে আলতো করে মুখ মুছে নিন। এরপর বাতাসে শুকিয়ে যেতে দিন।
– মুখে এখন আর কিছু মাখবেন না। পানি শুকিয়ে যেতে যেতে pack তৈরি করে নিন।
– সমপরিমাণ গোলাপ জল ও কাঁচা দুধ একত্রে মিশিয়ে নিন। এই মিশ্রণটি পরিষ্কার হাত দিয়ে মুখে মাখুন।
– অপেক্ষা করুন শুকিয়ে যাওয়া পর্যন্ত। তারপর মুখ(Face) না ধুয়েই ঘুমিয়ে পড়ুন।
– বালিশে মুখ চেপে ঘুমাবেন না, এতে প্যাকটি মুছে যাবে। একটু সাবধানে ঘুমালেই ভালো।
– সকালে উঠে স্বাভাবিক পানি দিয়ে মুখ ভালো করে ধুয়ে মুছে নিন। আর নিজেকে দেখুন আয়নায়। লাগছে না আগের চাইতে অনেক বেশি ফর্সা ও উজ্জ্বল (bright)?
আমাদের পোষ্টগুলো আপনার বিন্দু মাত্র উপকারে আসলে শেয়ার করবেন প্লিজ। আপনাদের কোন অভিযোগ বা প্রশ্ন থাকলে কমেন্টে করতে পারেন।