বাংলাদেশ সেনাবাহিনীতে সৈনিক পদে নিয়োগ বিজ্ঞপ্তি 2019

বাংলাদেশ সেনাবাহিনী নিয়োগ 2019. বাংলাদেশ সেনাবাহিনীতে আর্মি মেডিকেল কোর ২১তম ডিএসএসসি (স্পেশাল পারপাস)- এএমসি পদে নিয়োগ দেয়া হবে, বিস্তারিত বিজ্ঞাপনে দেখুন।

ক্যাটাগরী: যেসব ক্যাটাগরী সমূহে বিশেষজ্ঞ চিকিৎসকগণ আবেদন করতে পারবেন:

Cardiologist

Nuclear Medicine

Radiation Oncologist

Surgical Oncologist

Pulmonologist

Internal Medicine

Endocrinology

Gynaecologist

Medical Oncologist

Nephrologist

Orthopaedic Surgeon

Gastroenterology

Intensivist

 

Neurosurgeon

শিক্ষাগত যোগ্যতা (Educational Qualification): এফসিপিএস/এফআরসিএস/এমএস/এমডি অথবা সমমান যা বাংলাদেশ মেডিকেল এন্ড ডেন্টাল কাইন্সিল কর্তৃক স্বীকৃত।
বয়স: ২৩ জুন ২০১৯ তারিখে অনুর্ধ ৪০ বছর।

শারীরিক যোগ্যতা : পুরুষ প্রার্থীদের ক্ষেত্রে উচ্চতা ১.৬৩ মিটার (৫ ফুট ৪ ইঞ্চি), ওজন ৫৯ কেজি (১৩০ পাউন্ড), বুকের মাপ স্বাভাবিক অবস্থায় ০.৭৬ মিটার (৩০ ইঞ্চি), প্রসারণ অবস্থায় ০.৮১ মিটার (৩২ ইঞ্চি) থাকতে হবে। মহিলা প্রার্থীদের ক্ষেত্রে উচ্চতা ১.৫৭ মিটার (৫ ফুট ২ ইঞ্চি), ওজন ৫২ কেজি (১১৪ পাউন্ড), বুকের মাপ স্বাভাবিক অবস্থায় ০.৭১ মিটার (২৮ ইঞ্চি), প্রসারণ অবস্থায় ০.৭৬ মিটার (৩০ ইঞ্চি) থাকতে হবে।

বৈবাহিক অবস্থা: বিবাহিত/অবিবাহিত।

আবেদন করার পদ্ধতি : প্রার্থীরা https://joinbangladesharmy. army.mil.bd ওয়েবসাইটের মাধ্যমে শুধু অনলাইনে আবেদন করতে পারবে। আবেদনকারী প্রার্থীরা টেলিটক এসএমএস অথবা VISA ও Master Card

অথবা Trust Bank Mobile Money,bKash,Rocket এর মাধ্যমে ১০০০ টাকা আবেদন ফি বাবদ জমা দিতে পারবেন। আবেদন ফি জমা দেয়ার পর তাৎক্ষণিকভাবে লিখিত পরীক্ষার কল-আপ লেটার পাওয়া যাবে।

আবেদনের শুরুর তারিখ : ১৯ এপ্রিল ২০১৯।

আবেদনের শেষ তারিখ : ১১ মে ২০১৯।

অনলাইনে আবেদন করতে যেকোন প্রকার অসুবিধা হলে ওয়েবসাইটে দেখানো কাস্টমার সাপোর্ট নম্বরে (০১৮৮৫০২২০২২) সরাসরি যোগাযোগ করুন।

বিস্তারিত জানতে বিজ্ঞাপনে দেখুন…

আগামী ২২ এপ্রিল ২০১৯ হতে ৩০ এপ্রিল ২০১৯ তারিখ পর্যন্ত নির্ধারিত স্থান, তারিখ, সময় ও জেলা অনুযায়ী বিভিন্ন আর্মস/সার্ভিসেস সেন্টার সমূহে সৈনিক পদে(ট্রেড-২ পেশায়) লোক ভর্তি কার্যক্রমে অনুষ্ঠিত হবে, বিস্তারিত বিজ্ঞাপনে দেখুন।

আরো পড়ুন  বাংলাদেশ সেনাবাহিনীতে সৈনিক পদে নিয়োগ বিজ্ঞপ্তি

পদের নাম (Designation): বিশেষ পেশা (ট্রেড-২) – পুরুষ ও মহিলা

ট্রেড-২ এর পেশা সমূহ: কুক (মেস), কুক (ইউনিট), কুক (হাসপাতাল), ইকুইপমেন্ট এন্ড বুট রিপেয়ারার (ইএন্ডবিআর), বাদক, ব্রসব্যান্ড, কার্পেন্টার, পেইন্টার ডেকোরেটর(পিডি), পেইন্টার, কাটিং এন্ড জয়েনিং(সিএন্ডজে) এবং টেইলার।

শিক্ষাগত যোগ্যতা (Educational Qualification): এসএসসি পরীক্ষায় নূন্যতম জিপিএ ২.৫০ থাকতে হবে।

বয়স: ২১ জুলাই ২০১৯ তারিখে ১৭ থেকে ২০ বছরের মধ্যে হতে হবে।

শারীরিক যোগ্যতা : পুরুষ প্রার্থীদের ক্ষেত্রে উচ্চতা ১.৬৮ মিটার (৫ ফুট ৬ ইঞ্চি), ওজন ৪৯.৯০ কেজি (১১০ পাউন্ড), বুকের মাপ স্বাভাবিক অবস্থায় ০.৭৬ মিটার (৩০ ইঞ্চি), প্রসারণ অবস্থায় ০.৮১ মিটার (৩২ ইঞ্চি) থাকতে হবে। মহিলা প্রার্থীদের ক্ষেত্রে উচ্চতা ১.৬০ মিটার (৫ ফুট ৩ ইঞ্চি), ওজন ৪৭ কেজি (১০৩ পাউন্ড), বুকের মাপ স্বাভাবিক অবস্থায় ০.৭১ মিটার (২৮ ইঞ্চি), প্রসারণ অবস্থায় ০.৭৬ মিটার (৩০ ইঞ্চি) থাকতে হবে।

বৈবাহিক অবস্থা: অবিবাহিত (তালাকপ্রাপ্ত নয়)।

সাঁতার: সাঁতার জানা অত্যাবশ্যক।

সেনাবাহিনী চাকুরীর সুযোগ-সুবিধা : নির্ধারিত স্কেলে বেতন, ভাতা এবং পেনশনসহ বিনামূল্যে আহার ও বাসস্থান, নিজ, পরিবারবর্গ এবং পিতা-মাতা/শ্বশুর-শ্বাশুরীর জন্য সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসার সুবিধা, বিনামূল্যে সরকারী পোশাক পরিচ্ছদ, নিজ ও পরিবারবর্গের জন্য ভর্তুকি মূল্যে রেশন প্রদান, সেনাবাহিনী কর্তৃক পরিচালিত বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে সন্তানদের জন্য যোগ্যতা সাপেক্ষে উচ্চ শিক্ষার সুযোগ।

ভর্তির সময় বিজ্ঞপ্তিতে উল্লেখিত সনদপত্র/ছবি/পে-অর্ডার/ব্যাংক ড্রাফট/লেখার সামগ্রী অবশ্যই সঙ্গে আনতে হবে।

জেলা ভিত্তিক ভর্তির তারিখ ও স্থান এবং বিস্তারিত জানতে বিজ্ঞপ্তিটি পড়ুন।

আগামী ২০ জানুয়ারি ২০১৯ হতে ১৩ জুন ২০১৯ তারিখ পর্যন্ত নির্ধারিত সেনানিবাসে সৈনিক পদে লোক ভর্তি কার্যক্রমে অনুষ্ঠিত হবে, বিস্তারিত বিজ্ঞাপনে দেখন।

আবেদনের সময়সীমা: এসএমএস এর মাধ্যমে আবেদন শুরু হবে ০১ ডিসেম্বর ২০১৮ এবং শেষ হবে ৩১ ডিসেম্বর ২০১৮।

পদের নাম (Designation): সাধারণ ট্রেড (জিডি) – পুরুষ ও মহিলা

শিক্ষাগত যোগ্যতা (Educational Qualification): এসএসসি পরীক্ষায় নূন্যতম জিপিএ ৩.০০ থাকতে হবে।

বয়স: ২৬ জানুয়ারি ২০২০ তারিখে ১৭ থেকে ২০ বছরের মধ্যে হতে হবে।

পদের নাম (Designation): কারিগরি ট্রেড – পুরুষ

শিক্ষাগত যোগ্যতা (Educational Qualification): এসএসসি পরীক্ষায় নূন্যতম জিপিএ ৩.০০ থাকতে হবে।

বয়স: ২৬ জানুয়ারি ২০২০ তারিখে ১৭ থেকে ২০ বছরের মধ্যে হতে হবে।

শারীরিক যোগ্যতা : পুরুষ প্রার্থীদের ক্ষেত্রে উচ্চতা ১.৬৮ মিটার (৫ ফুট ৬ ইঞ্চি), ওজন ৪৯.৯০ কেজি (১১০ পাউন্ড), বুকের মাপ স্বাভাবিক অবস্থায় ০.৭৬ মিটার (৩০ ইঞ্চি), প্রসারণ অবস্থায় ০.৮১ মিটার (৩২ ইঞ্চি) থাকতে হবে। মহিলা প্রার্থীদের ক্ষেত্রে উচ্চতা ১.৬০ মিটার (৫ ফুট ৩ ইঞ্চি), ওজন ৪৭ কেজি (১০৩ পাউন্ড), বুকের মাপ স্বাভাবিক অবস্থায় ০.৭১ মিটার (২৮ ইঞ্চি), প্রসারণ অবস্থায় ০.৭৬ মিটার (৩০ ইঞ্চি) থাকতে হবে।

আবেদন পক্রিয়া: প্রার্থীকে টেলিটক সিমের মাধ্যমে ২টি আলাদা আলাদা এসএমএস পাঠিয়ে আবেদন করতে হবে। নিচে বিস্তারিত আলোচনা করা হল।

১ম এসএমএস: SAINIK <space>এসএসসি বোর্ড এর প্রথম ৩ অক্ষর<space>রোল<space>পাশের সাল<space> জেলার কোড. লিখে পাঠাতে হবে ১৬২২২ এই নাম্বারে।

এসএমএস প্রেরণকৃত প্রার্থী যোগ্য হলে তাকে একটি পিন নাম্বার এসএমএসের মাধ্যমে প্রেরণ করা হবে। এই পিন নাম্বার দিয়ে পুণরায় প্রার্থীকে এসএমএস পাঠাতে হবে। এবার এসএমএস করার সময় ২০০ টাকা কাটা হবে। ২য় এসএমএস যেভাবে করবেন:

আরো পড়ুন  নৌবাহিনীতে এসএসসি পাসে চাকরির নিয়োগি বিজ্ঞপ্তি প্রকাশ

২য় এসএমএস: SAINIK<space>YES<space>PIN NUMBER<space>প্রার্থীর নাম্বার. লিখে পাঠাতে হবে ১৬২২২ এই নাম্বারে।

দ্বিতীয় এসএমএস প্রেরণের পর প্রার্থীকে একটি USER ID ও Password দেয়া হবে এই USER ID ও Password দিয়ে প্রার্থীকে http://sainik.teletalk.com.bd ওয়েবসাইটে লগইন করে অনলাইনে আবেদন ফরম পূরণ করতে হবে।

নোট: মহিলা প্রার্থীদের ক্ষেত্রে SAINIK এর পরিবর্তে FSAINIK টাইপ করে এসএমএস প্রেরণ করতে হবে।

বাংলাদেশ সেনাবাহিনী নিয়োগ 2019, বাংলাদেশ সেনাবাহিনী নিয়োগ ২০১৯ ব্যাচ, বাংলাদেশ সেনাবাহিনী নিয়োগ ২০১৯ এপ্রিল, বাংলাদেশ সেনাবাহিনী বেসামরিক নিয়োগ ২০১৯, বাংলাদেশ সেনাবাহিনী বেসামরিক নিয়োগ ২০১৯, সেনাবাহিনী নিয়োগ বিজ্ঞপ্তি ২০১৯, সেনাবাহিনীতে সৈনিক পদে নিয়োগ বিজ্ঞপ্তি, সেনাবাহিনী নিয়োগ ২০১৯ প্রথম আলো, বাংলাদেশ সেনাবাহিনী নিয়োগ ২০১৯, সেনাবাহিনী বেসামরিক নিয়োগ 2019, সেনাবাহিনী সিভিল নিয়োগ ২০১৯, বাংলাদেশ সেনাবাহিনীর সার্কুলার ২০১৯, বাংলাদেশ সেনাবাহিনী অফিসার নিয়োগ ২০১৯, সেনাবাহিনীর সার্কুলার ২০১৯, সেনাবাহিনী বেসামরিক নিয়োগ ২০১৯, বাংলাদেশ সেনাবাহিনীতে বেসামরিক পদে নিয়োগ ২০১৯, সেনাবাহিনীর বেসামরিক পদে নিয়োগ বিজ্ঞপ্তি, বেসামরিক ২৯০ পদে বাংলাদেশ সেনাবাহিনীর জরুরী নিয়োগ বিজ্ঞপ্তি, বাংলাদেশ সেনাবাহিনীর বেসামরিক পদে নিয়োগ 2019, সেনাবাহিনী সিভিল নিয়োগ ২০১৯, সেনাবাহিনীর বেসামরিক পদে নিয়োগ ২০১৯, সেনা সদর নিয়োগ বিজ্ঞপ্তি ২০১৯, সেনাবাহিনী নিয়োগ ২০১৯ প্রথম আলো, সেনাবাহিনী বেসামরিক নিয়োগ ২০১৯, বাংলাদেশ সেনাবাহিনী নিয়োগ ২০১৯, সেনাবাহিনী নিয়োগ ২০১9, সেনাবাহিনীর অফিসার পদে নিয়োগ, পল্লী বিদ্যুতায়ন বোর্ডে নিয়োগ পরীক্ষার প্রশ্ন, পল্লী বিদ্যুৎ এর প্রশ্ন, পল্লী বিদ্যুৎ কি সরকারি, পল্লী বিদ্যুৎ নিয়োগ ২০১৯,

Leave a Reply

Your email address will not be published.