মুখের কালো দাগ দূর করার কয়েকটি সহজ পদ্ধতি

মাঝে মধ্যেই বিভিন্ন কারণে বা নানা কারণে অনেকের মুখেই বিভিন্ন দাগ(spot), মেছতা ও ছোপ ছোপ বাদামি কিংবা লালচে দাগ পড়ে যায়, যা সবার কাছেই বিরক্তিকর একটা বিষয়। এটা আমাদের মুখের স্বাভাবিক সৌন্দর্যকেও নষ্ট করে দেয়। চলুন জেনে নেই মুখের কালো দাগ(black spot) দূর করারা কয়েকটি সহজ পদ্ধতি(easy tips)।

সাধারণ উপায়-
১) ২ চামচ বেসন, ১ চা চামচ কাঁচা হলুদ বাটা, ১ চা চামচ কমলার খোসা(Orange peel) বাটা একসাথে মিশিয়ে পেষ্ট তৈরি করুন। এবার এটা মুখে, ঘাড়ে মাখিয়ে রেখে ১৫-২০ মিনিট পর ধুয়ে ফেলুন। এতে মুখের কালো দাগ (black spot) দূর হবে ও ত্বক উজ্জ্বল হবে।

২) ত্বকের বলিরেখা দূর করতে চন্দনের জুড়ি নেই। চন্দনগুঁড়া, গ্লিসারিন, লেবুর রস(Lemon juice) এবং গোলাপ জল একসঙ্গে মিশিয়ে প্যাক তৈরি করে নিতে পারেন। এই মিশ্রণ ত্বকে মেখে শুকানো পর্যন্ত অপেক্ষা করতে হয়। তারপর কুসুম গরম পানিতে ধুয়ে ফেলতে হবে।

আরো পড়ুন  ত্বকের দাগ দূর করতে ১৫টি টিপস

৩) আপেল এবং কমলার খোসা একসাথে বেটে এর সাথে ১ চামচ দুধ(Milk), ডিমের সাদা অংশ এবং কমলার রস মেশান। এবার মিশ্রনটা ত্বকে ২০ মিনিট লাগিয়ে রেখে ধুয়ে ফেলুন। শুধু পাকা পেঁপের শাঁসও মুখে মাখলে কালো দাগ(black spot) দূর হবে।

ভেষজ উপায়-
মুখের কালো-সাদা ছোপ ছোপ দাগ, ব্রণ(Acne) বা মেছতার দাগ চেহারার সৌন্দর্য নষ্ট করার জন্য যথেষ্ট। আমরা নানা প্রসাধণী এবং উপকরন ব্যবহার করি এসব দাগ দূর করার জন্য। আজকে আসুন দেখে নিই মুখের দাগ দূর করার ভেষজ কিছু পদ্ধতি।

১) মুখের কালো ছোপ দূর করতে ১ চা চামচ ধনিয়া পাতার রসের সঙ্গে এক চিমটি হলুদ গুঁড়া মিশিয়ে মুখে লাগিয়ে সারারাত রেখে দিন। পরদিন সকালে উঠে ঠান্ডা পানির ঝাপটায় মুখ(Face) ধুয়ে ফেলুন। কয়েকদিন ব্যবহারেই উপকার পেতে শুরু করবেন।

আরো পড়ুন  শুষ্ক ত্বকের যত্ন নেওয়ার ঘরোয়া উপায় জেনে নিন

২) যাদের মুখে মেছতার দাগ(spot) আছে তারা ১ চা চামচ সাদা জিরা গুঁড়া, ১ চা চামচ হলুদ গুঁড়া, ১ চা চামচ সরিষা গুঁড়া ও ১ চা চামচ আটা মিশিয়ে পেস্ট বানিয়ে মেছতার দাগে লাগান। বিশ মিনিট রেখে ঠান্ডা পানি দিয়ে ধুয়ে ফেলুন(wash)।

৩) আপনার মুখে যদি ব্রণের দাগ(acne spot) থাকে, তাহলে প্রতিদিন গোলাপজল দিয়ে মুখ ধুয়ে নিন। দেখবেন ব্রণের দাগ হালকা হয়ে যাবে।

Leave a Reply

Your email address will not be published.