প্রতিটি নারীর ত্বকের প্রধান শত্রু হল বলিরেখা। Age বাড়ার সাথে সাথে ত্বকে বলিরেখা পড়বে। এটা প্রকৃতির rules। কিন্তু বয়স হবার আগেই যদি বলিরেখা বা বয়সের ছাপ পড়ে, সেটি কারোর কাম্য নয়। আপনার ত্বকে (skin) যদি এখনই বলিরেখা বা বয়সের ছাপ পড়া শুরু করে তবে এখনই সময় ত্বকের যত্ন নেওয়ার। আমরা সাধারণত fruit দিয়ে তৈরি প্যাকের কথা শুনে থাকি। কিন্তু ফলের খোসায়ও রয়েছে নানা পুষ্টিগুণ। ডালিমের খোসা(Pomegranate peel) দিয়ে তৈরি প্যাক বলিরেখা দূরে বেশ কার্যকরী। ডালিমের খোসার তৈরি এই প্যাকটি আপনার ত্বকে(skin) বলিরেখা পড়া রোধ করার পাশাপাশি ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধি করে দিবে।
যা যা লাগবে –
১ টেবিল চামচ শুকনো ডালিমের খোসা গুঁড়ো
২ টেবিল চামচ মালাই বা দুধের সর
১ টেবিল চামচ বেসন বা ময়দা
যেভাবে তৈরি করবেন:
১। ডালিমের খোসা ছাড়িয়ে শুকিয়ে গুঁড়ো করে নিন।
২। এবার ডালিমের খোসার সাথে দুধের সর বা মালাই, বেসন(Beans) বা ময়দা মিশিয়ে প্যাক তৈরি করে নিন।
৩। প্যাকটি মুখ এবং ঘাড়ে ভাল করে লাগিয়ে নিন।
৪। ১৫-২০ মিনিট শুকানোর জন্য অপেক্ষা করুন।
৫। শুকিয়ে গেলে কুসুম গরম পানি(Hot water) দিয়ে ধুয়ে ফেলুন।
৬। এছাড়া ডালিমের খোসা গুঁড়োর সাথে গোলাপ জল(rose water) মিশিয়ে প্যাক তৈরি করে নিন। এই প্যাকটি মুখ এবং ঘাড়ে লাগিয়ে নিন। শুকিয়ে গেলে কুসুম গরম পানি দিয়ে ধুয়ে ফেলুন। তারপর ভাল কোন ময়েশ্চারাইজার ব্যবহার করুন।
এই প্যাকটি সপ্তাহে দুইবার ব্যবহার করুন। নিয়মিত ব্যবহারে এটি ত্বকের বলিরেখা দূর করে ত্বক(Skin) নরম কোমল করে তোলে।
টিপস:
ডালিমের খোসা শুকিয়ে গুঁড়ো করে নিন। এটি একটি এয়ারটাইট কনটেইনারে সংরক্ষণ করুন। এভাবে দীর্ঘদিন সংরক্ষণ করতে পারবেন ডালিমের খোসার গুঁড়ো। এটি ফেইসপ্যাক(Face pack) ছাড়াও স্ক্রাব হিসেবে ব্যবহার করতে পারেবন।