হামদর্দ এর ঔষধ নিশাত ট্যাবলেট দীর্ঘসময় মিলন করার জন্য কোন পার্শপ্রতিক্রিয়া আছে কি না? বিস্তারিত জানাবেন

যেকোনো ঔষধের সাইড এফেক্ট থাকবেই। তাই, নিশাত ট্যাবলেটেরও সাইড এফেক্ট আছে। সেক্স বাড়ানো জন্য যৌন শক্তি বর্ধক ট্যাবলেট বা অন্য কোন ঔষধ খাওয়া উচিত না। এই ঔষধগুলি পুরুষকে একসময় ধ্বজভংগ রোগের দিকে ঠেলে দেয় আবার কিছু ক্ষেত্রে মৃত্যুর দিকেও ঠেলে দেয়।

আমরা অনেকেই এটি জানি না যে যৌন শক্তি বাড়ানো জন্য কোন ঔষধ সেবনের প্রয়োজন নেই। শুধুমাত্র ক্ষেত্র বিশেষে ডাক্তাররা কিছুদিন ঔষধ সেবনের উপদেশ দিয়ে থাকেন। গবেষনায় দেখা যায় পুরুষরা পুষ্টিকর খাদ্য খাওয়ার মাধ্যমে যৌন শক্তি পেয়ে থাকে। এক্ষেত্রে মধু, খাঁটি দুধ ও ডিমের ভূমিকা অসাধারন। ডিমের ক্ষেত্রে হাসের ডিম এবং দুধের ক্ষেত্রে ছাগলের দুধকে প্রাধান্য দিতে পারেন

নিশাত ক্যাপসুলের উপকারিতা কি?

নিশাত ক্যাপসুল সাময়িক ভাবে লিঙ্গ শক্তিশালী করে। যাদের লিঙ্গ পর্যাপ্ত শক্ত হয় না তারা এটি মিলনের ১ -২ ঘন্টা আগে সেবন করলে ভাল ফল পাওয়া যায়।

আরো পড়ুন  স্বামী সহ’বাসের জন্য ডাকলে স্ত্রী সহবাসে বাধা দিতে পারবে কি? জানুন ইসলামের বিধান

কিন্তু এটা সাময়িক শক্তি প্রদান করে। নিশাত ক্যাপসুল সমস্যা সমাধান করে না। তাছাড়া এটা নিয়মিত খেলে বেশি করে দূর্বলতা তৈরি হবে এবং পরবর্তীতে আর এই ঔষধে কাজ হবে না। তাই কারো রোগ থাকলে এটা দিয়ে চিকিৎসা না করে ভাল ডাঃ এর কাছে চিকিৎসা নিবেন।

নিশাত ট্যাবলেট কিসের সাথে খেতে হয়?

নিশাত ট্যাবলে গরম দুধের সাথে খেতে হয়।

Leave a Reply

Your email address will not be published.