সবচেয়ে লম্বা মানুষ কক্সবাজারের জিন্নাত আলী চলে গেলেন। মঙ্গলবার ভোরে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে (hospital) চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। মৃত্যুকালে
তার বয়স হয়েছিল মাত্র ২৪ বছর। মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জিন্নাত আলীর ভাই ইলিয়াস আলী জানান, জিন্নাত অনেক দিন ধরেই ডায়াবেটিস (diabetic), শ্বাসকষ্ট, মস্তিষ্কে টিউমারসহ
একাধিক রোগে ভুগছিলেন। গতকাল তাকে উন্নত চিকিৎসার (treatment) জন্য চমেকে ভর্তি করা হয়। সোমবার থেকেই তিনি লাইফ সাপোর্টে ছিলেন। এদিকে চমেক হাসপাতালের চিকিৎসক
নোমান খালেদ জানিয়েছেন, নিউরো সার্জারি বিভাগে আনার আগে থেকে জিন্নাতের জ্ঞান ছিল না। তার মস্তিষ্কের টিউমার (tumor) বেশ বড় ও জটিল। পাশাপাশি ডায়াবেটিস, শ্বাসকষ্টে
আক্রান্ত ছিলেন তিনি। ইলিয়াস আলী জানান, মঙ্গলবার সকাল ৬টার দিকে ভাইয়ের মরদেহ নিয়ে কক্সবাজারের উদ্দেশে রওনা হয়েছেন। গর্জনিয়ার বড়বিল গ্রামে পারিবারিক কবরস্থানে জিন্নাতকে চিরনিদ্রায় শায়িত করা হবে। ১৯৯৬ সালে কক্সবাজারের রামু উপজেলার গর্জনিয়া ইউনিয়ন পরিষদের (ইউপি) বড়বিল গ্রামে জিন্নাত আলী জন্মগ্রহণ করেন।
১১ বছর বয়স থেকেই তার শারীরিক উচ্চতা (height) বাড়তে থাকে। ৮ ফুট ৬ ইঞ্চি উচ্চতা নিয়ে বাংলাদেশের প্রথম ও বিশ্বের দীর্ঘকায় ব্যক্তি ছিলেন তিনি। তুরস্কের সুলতান কোশেন বিশ্বের সবচেয়ে লম্বা ব্যক্তি।