বিবর্ণ ত্বকে প্রাণ ফেরাতে নিয়মিত টমেটো ব্যবহার করতে পারেন। ত্বকের(skin) একদম ভেতর থেকে ময়লা দূর করতে পারে টমেটোর রস। পাশাপাশি মরা চামড়া দূর করে ত্বকের উজ্জ্বলতা বাড়ায় এটি। জেনে নিন ফেসপ্যাক(Face pack), স্ক্রাব ও ক্লিনজার হিসেবে টমেটো ব্যবহার করবেন কীভাবে।
ক্লিনজার হিসেবে:
টমেটো রস করে নিন। ১ চা চামচ টমেটোর রসের সঙ্গে ১ চা চামচ লেবুর রস(Lemon juice) ও সমপরিমাণ কাঁচা দুধ মেশান। মিশ্রণটি ভালো করে নেড়ে তুলা ভিজিয়ে ত্বকে ঘষুন। এটি প্রাকৃতিক ক্লিনজার হিসেবে ত্বক(skin) পরিষ্কার রাখে ও ত্বক(skin) উজ্জ্বল করে।
স্ক্রাব হিসেবে:
একটি পাত্রে ২ টেবিল চামচ চালের গুঁড়া(Rice powder) নিন। এতে ১ চা চামচ টমেটোর শাঁস ও ১ চা চামচ কাঁচা দুধ মিশিয়ে নেড়ে নিন। পেস্ট তৈরি হলে এটি ত্বকে ধীরে ধীরে ম্যাসাজ করুন। এবার ৫ মিনিট অপেক্ষা করে ঠাণ্ডা পানি(Cold water) দিয়ে ধুয়ে নিন ত্বক(skin)। ত্বকের অতিরিক্ত তৈলাক্ত ভাব দূর করে এই স্ক্রাব। পাশাপাশি কালচে দাগ দূর করে ত্বক করে নরম ও উজ্জ্বল।
ফেসপ্যাক হিসেবে:
একটি পাত্রে ১ চা চামচ বেসন, ১ চা চামচ টমেটোর শাঁস ও ১ চা চামচ টক দই(sour yogurt) মিশিয়ে পেস্ট তৈরি করুন। মিশ্রণটি ব্রাশের সাহায্যে ত্বকে(skin) লাগান। দইয়ে থাকা ল্যাক্টিক অ্যাসিড ত্বকের কালচে দাগ(Black spots) দূর করে। এছাড়া বেসন ও টমেটো ত্বকে(skin) নিয়ে আসবে জৌলুস।
উপকারী হলে প্লিজ বন্ধুদের সাথে শেয়ার করুণ। প্রতিটি টিপস মিছ করতে না চাইলে আমাদের ফেসবুক পেজে লাইক দিয়ে রাখুন।