ইশ! গায়ের রংটা যদি আরেকটু ফর্সা হতো তাহলে কতই না ভালো হতো! এই আক্ষেপ কম বেশি সবার। এই ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধি করার জন্য আমরা কত কিছু না করি। ত্বকে ব্যবহার করি কত ফেসপ্যাক। স্কিন পলিশ, ফেয়ার পলিশ, ব্লিচিং নামক বিউটি ট্রিটমেন্টে খরচ করি কত না টাকা। কিন্তু এগুলো যে কতটা ক্ষতিকর ত্বকের(Skin) জন্য, তা কি আমরা জানি? না জেনেই অনেকেই এই কাজগুলো করছেন। আর এর সাথে করছেন ত্বকের ক্ষত। তাই জেনে নিন ঘরোয়া উপায়ে ত্বকের(Skin) উজ্জ্বলতা বৃদ্ধি করার সহজ উপায়।
১। বেসন, হলুদ, মধুর ফেসপ্যাক
২ চা চামচ বেসন, ১ চা চামচ মধু, ১/৪ চা চামচ হলুদ গুঁড়ো এবং ১/২ চা চামচ লেবুর রস(Lemon juice) দিয়ে প্যাক তৈরি করে নিন। প্যাক খুব ভাল করে মিশিয়ে নিতে হবে যাতে বেসনের কোন দানা না থাকে। প্রথমে মুখ পানি দিয়ে ভালো করে ধুয়ে নিন। মুখ শুকানোর পর প্যাকটি লাগিয়ে ফেলুন। ২০ মিনিট পর প্যাক শুকিয়ে গেলে ঠান্ডা পানি(Cold water) দিয়ে মুখ ধুয়ে ফেলুন। হলুদ, বেসন দ্রুত ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধি করবে।
২। পেঁপে চন্দনের ফেসপ্যাক
ফল হিসেবে পেঁপে যেমন স্বাস্থ্যকর ত্বকের যত্নেও পেঁপে বেশ কার্যকর। একটি পাত্রে পেঁপে চটকে নিন। এরসাথে ১/২ চা চামচ চন্দনের গুঁড়ো, কয়েক ফোঁটা গোলাপ জল(rose water) মেশান। প্যাকের সাথে ১/৪ চা চামচ অ্যালোভেরা(Alovers) জেল মিশিয়ে নিতে পারেন। এই প্যাকটি মুখ এবং ঘাড়ে লাগিয়ে ফেলুন। ৩০ মিনিট পর শুকিয়ে গেলে পানি দিয়ে ধুয়ে ফেলুন। পেঁপে এবং চন্দনের গুঁড়ো ত্বক থেকে মৃত কোষ দূর করে দিয়ে ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধি করবে।
৩। আলু এবং লেবুর রস
একটি ছোট আলু কুচি করে রস বের করে নিন। এর সাথে লেবুর রস(Lemon juice) মেশান। আলু এবং লেবুর রসের মিশ্রণ মুখ এবং ঘাড়ে ব্যবহার করুন। ২০ মিনিট পর ঠান্ডা পানি দিয়ে ত্বক ধুয়ে ফেলুন। আলুর রস(Potato juice) ত্বক থেকে ব্রণের দাগ, কালো দাগ দূর করতে সাহায্য করবে। আর লেবুর রস ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধি করবে।
৪। টমেটোর ফেসপ্যাক
একটি টমেটো(Tomato) চটকে পেস্ট তৈরি করুন। টমেটোর পেস্টের সাথে চিনি মেশান। টমেটো এবং চিনির স্ক্রাব ত্বকে ম্যাসাজ করে লাগান। ১৫ মিনিট পর পানি দিয়ে মুখ ধুয়ে ফেলুন। এটি ত্বকের তাৎক্ষনিক উজ্জ্বলতা বৃদ্ধি করবে।
৫। মধু এবং চায়ের লিকার ফেসপ্যাক
১ কাপ ঠান্ডা চায়ের লিকার, ২ টেবিল চামচ চালের গুঁড়ো এবং ১/২ চাচামচ মধু(Honey) মিশিয়ে প্যাক তৈরি করে নিন। চালের গুঁড়ো ত্বক এক্সফলিয়েট করে এবং মধু ত্বক ময়েশ্চারাইজ করে থাকে। এই একটি প্যাক আপনার ত্বকের(Skin) উজ্জ্বলতা বৃদ্ধি করে দিবে এক নিমিষে।