সুন্দর ত্বক পেতে নিয়মিত ব্যবহার করুন এই ৪টি প্যাক

ব্রণ, কালো দাগ ত্বকের(skin) যাবতীয় সমস্যার পিছনে রয়েছে অপরিষ্কার ত্বক(skin) এবং অযত্ন। হয়তো মাসে একবার ফেসিয়াল করছেন আর ভাবছেন ত্বকের যত্ন করা শেষ। এই ধারণাটি ভুল। নানা রাসায়নিক উপাদান ব্যবহার, ধুলাবালি প্রতিনিয়ত ত্বকের(skin) ক্ষতি করে চলছে। তাই নিয়মিত ত্বকের যত্ন নেওয়া প্রয়োজন।

১। পাকা কলা
কলা(Banana) প্রায় সকলের বাসায় থাকে। এই কলা দিয়ে করে ফেলতে পারেন আজকের রূপচর্চাটি। একটি পাকা কলার সাথে কয়েক ফোঁটা লেবুর রস(Lemon juice) মিশিয়ে পেস্ট তৈরি করে নিন। এই প্যাকটি ত্বকে লাগিয়ে নিন। ভিটামিন এ, ভিটামিন ই এবং ভিটামিন ডি সমৃদ্ধ কলা ত্বকের(skin) কালো দাগ দূর করে উজ্জ্বলতা বৃদ্ধি করে দেয়।

২। শসা
এক টেবিল চামচ শসার রস(Sorghum juice), এক চা চামচ লেবুর রস, এক চা চামচ হলুদের গুঁড়ো, এক চা চামচ গ্লিসারিন(শুষ্ক ত্বকের জন্য) মিশিয়ে প্যাক তৈরি করে ত্বকে লাগিয়ে নিন। ১৫ মিনিট পর ঠান্ডা পানি(Cold water) দিয়ে মুখ ধুয়ে ফেলুন। তৈলাক্র ত্বকের জন্য কার্যকরী একটি প্যাক।

আরো পড়ুন  ত্বক দ্রুত ফর্সা ও আকর্ষণীয় করতে সকালে ঘুম থেকে উঠে যা করবেন

৩। মধু এবং লেবুর রস
মধু এবং লেবুর রস মিশিয়ে ব্যবহার করতে পারেন। এটি ত্বকের (skin) উজ্জ্বলতা বৃদ্ধি করে লোমকূপের ছিদ্রগুলো ছোট করে দেয়। যারা ত্বকের(skin) উজ্জ্বলতা বৃদ্ধি করতে চান, এটি ব্যবহার করতে পারেন।

৪। বেসন
এক টেবিল চামচ বেসন, এক টেবিল চামচ লেবুর রস, এক চা চামচ হলুদ গুঁড়ো এবং গোলাপ জল(rose water) মিশিয়ে পেস্ট তৈরি করে মুখে ম্যাসাজ করে লাগান। শুকিয়ে গেলে ঠান্ডা পানি দিয়ে মুখ ধুয়ে ফেলুন। ত্বকের (skin) উজ্জ্বলতা বৃদ্ধি করে ত্বকের কালো দাগ দূর করে থাকে এই প্যাকটি।

Leave a Reply

Your email address will not be published.