মুখের ত্বক দাগহীন উজ্জ্বল রাখার উপায় জেনে নিন

ফর্সা না হলেও একটু মসৃণ কোমল ত্বক(Skin) সবারই কাম্য। আমাদের মুখের ত্বককে দাগহীন উজ্জ্বল রাখার জন্য কত কিছুই ব্যাবহার করি কিন্তু এরপরেও চোখের নিচের কালো দাগ, ব্রণ, মেছতার দাগ কোনকিছুই পিছু ছাড়তে চায় না। চোখে কালি, ব্রণ বা মেস্তার দাগ, ব্ল্যাকহেডস(Blackheads) জমে যাওয়াসহ নানা কারণে মুখের কোনো কোনো অংশের রং পরিবর্তিত হতে দেখা যায়। আজ আমরা আপনাদের জানাবো পুরো মুখের ত্বক(Skin) দাগহীন উজ্জ্বল রাখতে কীভাবে রূপচর্চা করবেন।

মুখে ব্রণের কালো দাগ দূর করতে :
কাঁচা ব্রণে সমপরিমাণ লবঙ্গ, তুলসীপাতা, নিমপাতা, পুদিনাপাতা একসঙ্গে পেস্ট করে কিছুক্ষণ লাগিয়ে রাখলে সেখানে দাগ হবে না। শুষ্ক ত্বক এর ব্রণের দাগ(Acne scars) দূর করতে লবঙ্গ তেল খুব উপকারী। ব্রণ শুকিয়ে যাওয়ার পর মুখে চিনি আর দারুচিনি বাটা একসঙ্গে পেস্ট করে লাগাতে পারেন। লবঙ্গ বা দারুচিনি ত্বকে লাগানোর পর একটু জ্বালা করবে, এতে কোনো ক্ষতি নেই।

আরো পড়ুন  ঠোঁটের উপরের অবাঞ্ছিত লোম দূর করুন সহজ ৫টি উপায়ে

চোখের কালি দূর করতে :
শসা বা আলু ছেঁচে চোখের ওপর ২০ মিনিট রেখে দিন। ব্যবহৃত টি ব্যাগ কিছুক্ষণ চোখের ওপর রেখে দিলেও কাজে দেবে। বাঁধাকপি(Cabbage) সেদ্ধ করে তার পেস্টও চোখে লাগিয়ে রাখতে পারেন। পেস্তাবাদাম বাটার সঙ্গে অল্প মধু লাগিয়ে ব্যবহার করলেও চোখের কালি দূর হয়। করলা হালকা ছেঁচে চোখের ওপর দিয়ে রাখতে পারেন।

মেসতার দাগ দূর করতে :
প্রথমেই মনে রাখতে হবে মেসতার দাগ খুব সহজে দূর হয় না। এমন কি চিরতরে চলেও যায় না। তাই এর বেশি বেশি যত্ন নিতে হয়। এবং যত্ন নিয়ে হয়। যেন দাগ আপনার ত্বক(Skin) এর সাথে মিশে যায়। অ্যালোভেরা জেল বের করে ১৫ মিনিট মুখে লাগিয়ে রাখতে পারেন। তালমাখনা অথবা ইসবগুলের ভুষি কিছুক্ষণ ভিজিয়ে রাখুন। থকথকে হয়ে যাওয়ার পর মুখে ১৫-২০ মিনিট লাগিয়ে রাখতে পারেন।

আরো পড়ুন  ত্বক উজ্জ্বল করতে ১২টি ঘরোয়া ফেসপ্যাক

ব্ল্যাক হেডস দূর করতে :
পোলাওয়ের চাল ও মুগ ডাল আধা ভাঙা করে তার সঙ্গে মধু(Honey) মিশিয়ে প্যাক তৈরি করুন। এটি ১০-১৫ মিনিট মুখে লাগিয়ে রাখার পর যেসব জায়গায় ব্ল্যাক হেডস বেশি, সেখানে হালকা ঘষে ঘষে তুলে ফেলুন। সুজি হালকা ভেজে নিয়ে তার সঙ্গে টকদই(sour yogurt) ও মধু মিশিয়ে ব্যবহার করা যেতে পারে। ডিমের সাদা অংশ ও বেকিং সোডার মিশ্রণ মুখে কিছুক্ষণ লাগিয়ে রাখার পর টিস্যু পেপার দিয়ে চাপ দিলেও ব্ল্যাক হেডস সহজে উঠে আসে। লেবুর রস(Lemon juice) আর চিনি জ্বাল দিয়ে ঠান্ডা করার পর এই মিশ্রণ দিয়ে স্ক্রাবিং করে নিন। এরপর পরিষ্কার পাতলা কাপড় দিয়ে মুখে হালকা চাপ দিয়ে ব্ল্যাক হেডস তুলে নিতে পারেন।

আরো পড়ুন  রূপচর্চায় কাঁচা হলুদের ৯টি জাদুকরী ব্যবহার

রোদে পোড়া ভাব দূর করতে :
টমেটোর রস(Tomato juice) এবং মধু রোদে পোড়া ভাব দূর করে। গাজর, মধু এবং বেকিং পাউডারের মিশ্রণও কার্যকরী। শুষ্ক ত্বকে তিলের তেল ভালোভাবে কিছুক্ষণ মালিশ করে ফেসওয়াশ দিয়ে ধুয়ে ফেলুন, হারিয়ে যাওয়া উজ্জ্বলতা ফিরে আসবে।

Leave a Reply

Your email address will not be published.