মাত্র ১ দিনে চুলকে নরম মোলায়েম ও মসৃণ বানিয়ে চুলের স্টাইল পাল্টে নিন সেলিব্রেটিদের মত

এই শীত চলে আসা মানেই আপনার চুল (hair) আর বটের ঝুরির মধ্যে কোনোই পার্থক্য থাকে না। মানে চুল একেবারে রুক্ষ, শুষ্ক প্রাণহীন হয়ে পড়ে| তবে আপনার কাছে যদি শীতের থাবা থেকে চুলকে (hair) রক্ষা করার হাতিয়ার থাকে, তাহলে আপনি শীতকালেও কিন্তু বিন্দাস হেয়ার স্টাইল চালিয়ে যেতে পারেন! আর সেই মূল্যবান হাতিয়ারের সন্ধান দেবে ‘দাশবাস’| আপনার রুক্ষ, শুষ্ক চুল (hair) যাতে মাত্র ৩ দিনেই রেশমের মত নরম এবং উজ্জ্বল হয়ে উঠতে পারে তার সুলুক সন্ধান পাবেন আজকের টিপসগুলি ভালো করে পড়লে|

ঘরেই রেশম চুল? সম্ভব নাকি?
ঘরে বসেই কিন্তু কোনো রকম দামী শ্যাম্পু বা কেমিক্যাল ব্যবহার না করে এবং একগুচ্ছ টাকা খরচা না করেই আপনি আপনার চুল (hair) রেশমের মতো নরম, সিল্কি এবং উজ্জ্বল করে তুলতে পারবেন। কারণ এই উপাদানগুলি একেবারেই প্রাকৃতিক এবং ঘরোয়া|

১. কলার হেয়ার প্যাক
কলা আমাদের চুলের (hair) প্রাকৃতিক কন্ডিশনারের কাজ করে| এছাড়া এতে ওমেগা ৩ ফ্যাটি অ্যাসিড থাকার ফলে এটি আমাদের চুলের (hair) রুক্ষতা দূর করে|

পাকা কলা ২ টি, নারকেল তেল ৩ চামচ, মধু ২ চামচ|

আরো পড়ুন  চুল পড়া, খুশকি দূর ও চুল ভালো রাখতে আদা ব্যবহার জেনে নিন

পদ্ধতি

প্রথমে পাকা কলা ভালো করে চটকে নিন| আপনি একটি নরম সুতির কাপড়ে কলা নিয়ে চটকে তার জুসটি বের করে নিতে পারেন| এর সাথে ২ চামচ মধু ও ৩ চামচ নারকেল তেল মিশিয়ে নিন ভালো করে| আপনার চুল দু’ভাগে ভাগ করে ভালো করে আঁচড়ে নিয়ে চুলে (hair) ভালো করে গোড়া থেকে ডগা অবধি এই কলার হেয়ার প্যাক লাগিয়ে চুল বেঁধে রাখুন| ১-২ ঘন্টা পরে প্রথমে খুব ভালো করে চুল ধুয়ে তারপর শ্যাম্পু করে নিন| পরপর ২ দিন ব্যবহারে ৩ দিনের মধ্যেই আপনার চুল একেবারে রেশমের মতোই নরম হয়ে উঠবে|

২. ডিম ও দইয়ের হেয়ার প্যাক
ডিম এবং দই, এই ২ টি উপাদান কিন্তু আমাদের চুলের (hair) রুক্ষতা দূর করতে সক্ষম| এছাড়া এই দুটিও চুলের প্রাকৃতিক কন্ডিশনার হিসেবে ব্যবহার করা হয়| এই উপাদান দুটি চুলকে গোড়া থেকে পুষ্টি দেয় এবং চুল নরম করে তোলে|

উপকরণ

ডিম একটি (চুলের (hair) লেংথ অনুযায়ী), টক দই জল ঝরিয়ে নেওয়া ৩-৪ চামচ, নারকেল তেল ২ চামচ, লেবুর রস ১ চামচ|

পদ্ধতি

উপাদানগুলি ভালো করে মিশিয়ে নিন একটি পাত্রে| এই হেয়ার প্যাক আপনি আপনার স্ক্যাল্পে ম্যাসাজ করবেন এবং তার সাথে চুলের গোড়া থেকে ডগা অবধি ভালো করে লাগিয়ে নেবেন| আপনার কাছে হেয়ার ক্যাপ থাকলে তা দিয়ে চুল (hair) আটকে রাখতে পারেন। না হলে একটি টাওয়েল দিয়ে চুল আটকে রাখুন ২০ মিনিট মতো| ২০ মিনিট পর ভালো করে প্রথমে জল দিয়ে ধুয়ে শ্যাম্পু করে ফেলতে হবে| এই হেয়ার প্যাক একদিন অন্তর একদিন লাগান এবং মাত্র ৩ দিনেই রুক্ষ এবং শুষ্ক চুলকে (hair) বিদায় জানান|

৩. হেয়ার স্মুদনিং প্যাক
এই হেয়ার প্যাক কিন্তু আপনার চুল নরম করবে মাত্র একবার ব্যবহার করার পরেই| আপনার চুলের (hair) রুক্ষতাকে চিরতরে বিদায় জানাতে এই প্যাক আপনি নিয়মিত ব্যবহার করতে পারেন।

উপকরণ

কলা ১ টি, নারকেলের দুধ ৩ চামচ, অ্যালোভেরা জেল ২ বড়ো চামচ, ২ চামচ নারকেল তেল, ২ বড় চামচ বাদাম তেল, ২ চামচ লেবুর রস, মেয়োনিজ ১ চামচ|

পদ্ধতি

আরো পড়ুন  লম্বা ও ঘন চুল পাবার ৪টি ঘরোয়া পদ্ধতি জেনে নিন

প্রথমে কলা মিক্সিতে ভালো করে পেস্ট বানিয়ে একটি পাত্রে রাখুন| এরপর তার সাথে একে একে পরিমাণ মত নারকেলের দুধ, অ্যালোভেরা জেল, নারকেল তেল, বাদাম তেল, মেয়োনিজ এবং লেবুর রস মেশান| ভালো করে মিশিয়ে পেস্ট মতো তৈরী করে আপনার চুল (hair) ছোটো ছোটো অংশে ভাগ করে গোড়া থেকে সোজা ভাবে নীচের দিকে লাগান| ১ ঘন্টা পর ভালো করে শ্যাম্পু করে নিন| সপ্তাহে ১ বার লাগালেই কিন্তু আপনার চুল (hair) একেবারে নরম মোলায়েম এবং উজ্জ্বল হয়ে উঠবে|

এই তিনটি হেয়ার প্যাক কিন্তু মাত্র ৩ দিনেই আপনার চুলের (hair) রুক্ষতাকে একেবারে দূর করে দেবে| তবে আপনি যেকোনো একটি প্যাক বেছে নিন এবং যেভাবে ব্যবহার করতে বলা হয়েছে ঠিক সেই মতোই ব্যবহার করুন| এই হেয়ার প্যাক আপনি নিয়মিত অর্থাৎ মাসে দু’বার করে ব্যবহার করতে পারেন আপনার চুলের সৌন্দর্য্য বজায় রাখার জন্য|

তাই দেরী না করে চটপট পছন্দ মত হেয়ার প্যাক ট্রাই করুন এবং চুলের (hair) রুক্ষতাকে টাটা বাই বাই বলুন|

Leave a Reply

Your email address will not be published.