ত্বক সতেজ, প্রাণবন্ত ও উজ্জ্বল রাখতে ফেসিয়াল করার পর যা কখনোই করবেন না

অনেক সময় ফেসিয়াল(Facial) করার পর ত্বক লাজুক হয়ে পড়ে। জেনে নিন ফেসিয়াল করার পর কী নিয়ম মেনে চললে ত্বকের ক্ষতি হবে না। ত্বক(Skin) থাকবে সতেজ, প্রাণবন্ত ও উজ্জ্বল।

স্টিম বাথ –
অনেকেই স্টিম বাথ নেন; কিন্তু ফেসিয়াল করার পর পরই স্টিম বাথ করা যাবে না। কেননা ত্বকের(Skin) উজ্জ্বলতা আনার জন্য অনেক ফেসিয়ালেই স্টিম ব্যবহার করা হয়। তাই আবার স্টিম বাথ নিলে ত্বকের উজ্জ্বলতা কমে যেতে পারে।

ফেসওয়াশ বা সাবান –
ফেসিয়াল করার সময় যদি ব্লিচ ক্রিম ব্যবহার করা হয়, তবে পরবর্তী ১২ ঘণ্টার মধ্যে সাবান বা ফেসওয়াশ(Face Wash) মুখে ব্যবহার করা যাবে না। কারণ ব্লিচ ক্রিমের সঙ্গে সাবান বা ফেসওয়াশ মিশে ত্বকের ক্ষতি(Skin damage) করতে পারে। এ ছাড়া ব্লিচ ক্রিম মুখের লোমের রং পরিবর্তন করে; তাই সাবান ব্যবহার করলে রংটা লোমে বসবে না।

আরো পড়ুন  ব্ল্যাকহেডস দূর করুন ঘরোয়া উপায়ে

ম্যাসাজ –
ত্বক যদি পাতলা ও গায়ের রং ফরসা হয়, তাহলে ফেসিয়ালের পর পরই ম্যাসাজ করলে ত্বকে অনেক সময় লালচে মতো দাগ পড়ার আশঙ্কা থাকে। ফেসিয়াল(Facial) করার তিন দিনের মধ্যে কোনো ধরনের ম্যাসাজ করবেন না।

ঘরোয়া মাস্ক –
সবজি বা ফলের খোসা (Orange) দিয়ে বানানো মাস্ক লাগাবেন না। অধিকাংশ খোসাতে থাকে আলফা হাইড্রক্সি এসিড, সঙ্গে ভিটামিন-এ, এই উপাদানগুলো ত্বকে লালচে ভাব আনে। তাই ফেসিয়াল(Facial) করার পর দু-তিন দিন মাস্ক লাগাবেন না।

সূর্যের তাপ –
ফেসিয়ালের পর ত্বক(Skin) নাজুক থাকে, তাই সূর্যের তাপ থেকে ত্বককে রক্ষা করা জরুরি। ফেসিয়াল করার সময় ব্যবহৃত স্ক্রাবারের মধ্যে দানা থাকে, যার ফলে ত্বকে এক ধরনের অরক্ষিত পর্দার সৃষ্টি হয়। এই পর্দা সূর্যের তাপে সহজে পুড়ে যায়।

আরো পড়ুন  জেনে নিন ত্বকের যত্নে ডিপ ক্লিনজিং পদ্ধতি

মেকআপ –
ফেসিয়াল করার ৭২ ঘণ্টার মধ্যে মেকআপ(Makeup) ব্যবহার না করাই ভালো। মেকআপের কারণে চুলকানি বা প্রদাহ দেখা দিতে পারে। যেসব প্রসাধনীতে কৃত্রিম রং বা সুগন্ধি দেওয়া থাকে সেগুলো ফেসিয়ালের পর একদমই ব্যবহার করা উচিত নয়।

ব্রণ –
অনেকের ত্বকে ফেসিয়াল করার পর পরই ব্রণ(Acne) দেখা দেয়। এ সময় ত্বক অনেক সতেজ থাকে। ফলে ব্রণ খুঁটলে দাগ বসে যায়। যদি ব্রণ উঠেই যায়, তাহলে খুঁটবেন না, দ্রুত সেরে যাবে।

হাত ধোঁয়া –
ফেসিয়ালের পর ত্বক(Skin) অনেক বেশি সংবেদনশীল থাকে। তাই যখনই মুখে হাত দেওয়ার প্রয়োজন পড়বে, হাত ভালো করে ধুয়ে নিন।

কিছু টিপস –
⇒ সুন্দর ত্বকের জন্য পানির কোনো বিকল্প নেই। শুধু ফেসিয়ালের পর নয়, সব সময়ই পানি পান করুন। এতে শরীর থেকে টক্সিন-জাতীয় পদার্থ বের হয়ে যাবে এবং ত্বক উজ্জ্বল হবে। ফেসিয়াল(Facial) করার পরের ২৪ ঘণ্টা শুধু ঠাণ্ডা পানির ঝাপটা দিয়ে মুখ ধুয়ে ফেলুন।

আরো পড়ুন  মাত্র ১৫ মিনিটের যত্নে ত্বক ফর্সা করার ৬টি ঘরোয়া ফেসমাস্ক

⇒ মুখের ত্বকে কোনো কিছু ব্যবহার করতে চাইলে ভালো ব্র্যান্ডের ময়েশ্চারাইজিং ক্রিম ব্যবহার করুন।

⇒ ত্বক ভালো রাখতে মাসে একবার ফেসিয়াল করতে পারেন।

Leave a Reply

Your email address will not be published.