প্রাকৃতিক উপায়ে ব্রণ(Acne) দূর করতে ব্যবহার করুন টমেটোর ফেসপ্যাক। টমেটো সরাসরি লাগাতে পারেন ত্বকে। আবার বিভিন্ন প্রাকৃতিক উপাদানের সঙ্গে মিশিয়েও তৈরি করে নিতে পারেন ফেসপ্যাক(Face pack)। এ প্যাকগুলো নিয়মিত ব্যবহার করলে ব্রণ দূর হওয়ার পাশাপাশি ত্বক হবে উজ্জ্বল ও কোমল। জেনে নিন টমেটোর বিভিন্ন ফেসপ্যাক কীভাবে তৈরি করবেন-
টমেটোর ফেসপ্যাক
টমেটোর খোসা ও বিচি ফেলে শাঁসটুকু চটকে নিন। মিশ্রণটি ত্বকে লাগিয়ে রাখুন আধা ঘণ্টা। হালকা গরম পানি(Water) দিয়ে ধুয়ে ময়েশ্চারাইজার লাগান ত্বকে। টমেটো স্লাইস করে কেটে সরাসরিও লাগাতে পারেন ত্বকে।
টমেটো ও অ্যাভোকাডোর ফেসপ্যাক
অ্যাভোকাডো(avocado) ও টমেটোর শাঁস একসঙ্গে চটকে ত্বকে লাগান। ২০ মিনিট পর ধুয়ে ফেলুন। দূর হবে ব্রণ ও ব্রণের দাগ।
টমেটো ও দইয়ের ফেসপ্যাক
অর্ধেকটা টমেটো ও ২ চা চামচ দই(Curd) একসঙ্গে মেশান। মিশ্রণটি ত্বকে লাগিয়ে রাখুন। আধা ঘণ্টা পর ধুয়ে ফেলুন। এই ফেসপ্যাক ব্রণ দূর করার পাশাপাশি ত্বকের রোদে পোড়া দাগও দূর করবে।
টমেটো ও লেবুর ফেসপ্যাক
১ টেবিল চামচ টমেটোর রসের সঙ্গে ৩ ফোঁটা লেবুর রস(Lemon juice) মেশান। দ্রবণে তুলা ভিজিয়ে ব্রণের উপর লাগান। ১৫ মিনিট পর কুসুম গরম পানি দিয়ে ধুয়ে ফেলুন। ব্রণ(Acne) দূর হবে দ্রুত।