ত্বকের উজ্জ্বলতা বাড়ানোর উপায় জেনে নিন

শীতকালে ত্বক(Skin) হয়ে পড়ে জৌলুসহীন। এছাড়া প্রতিদিন রোদে ঘোরাঘুরি, ঠিকমত ত্বকের যত্ন না নেওয়াসহ বিভিন্ন কারণে অনুজ্জ্বল হয়ে পড়ে ত্বক। ফ্যাকাশে ত্বকের জন্য চাই খানিকটা বাড়তি যত্ন। ঘরে থাকা বিভিন্ন উপকরণ আপনাকে দেবে উজ্জ্বল ত্বক(Skin)। জেনে নিন ত্বকের যত্নে কী করবেন-

মরা চামড়া দূর করুন
শীতকালে ত্বকে মরা চামড়া জমে বেশি। নিয়মিত স্ক্রাবিং করে ত্বক পরিষ্কার রাখুন। উজ্জ্বলতা বাড়বে ত্বকের।

টমাটোর রস
ফ্যাকাশে ত্বকের জন্য টমাটোর রস(Tomato juice) খুবই কার্যকর। এটি প্রাকৃতিক ব্লিচ হিসেবে কাজ করে। প্রতিদিন টমেটোর রস ব্যবহার করলে ত্বক উজ্জ্বল হওয়ার পাশাপাশি দূর হবে ব্রণ ও ব্রণের দাগ।

পেঁপের ফেসপ্যাক
ত্বকের জৌলুস বাড়াতে ব্যবহার করুন পেঁপে। পাকা পেঁপে চটকে সরাসরি লাগান ত্বকে। নিয়মিত ব্যবহার করলে ত্বকের উজ্জ্বলতা বাড়বে।

আরো পড়ুন  ত্বক ফর্সা করার ১০টি সহজ উপায় জেনে নিন

ময়দা
ত্বকের রোদে পোড়া দাগ(Sunburn) দূর করতে ময়দা ব্যবহার করতে পারেন। ময়দা পানির সঙ্গে মিশিয়ে পেস্ট তৈরি করুন। মুখে লাগিয়ে রাখুন ১৫ মিনিট। তারপর ঠাণ্ডা পানি দিয়ে ধুয়ে ফেলুন।

কমলার রস
ত্বকের উজ্জ্বলতা বাড়াতে কমলার রস(Orange juice) খুবই কার্যকর। এর ভিটামিন-সি প্রাকৃতিক ব্লিচ হিসেবে ত্বকের যত্ন নেয়।

মধু
সব ধরনের ত্বকের জন্যই মধু ব্যবহার করতে পারেন। মধুর সঙ্গে কয়েক ফোঁটা লেবুর রস মিশিয়ে দিনে দুইবার মুখ ও হাতের ত্বকে লাগান। ত্বকের ফ্যাকাশে ভাব দূর হবে।

বেসন
বেসনের সঙ্গে গোলাপজল(rose water) মিশিয়ে ত্বকে লাগান প্রতিদিন। ত্বকের উজ্জ্বলতা বাড়বে।

Leave a Reply

Your email address will not be published.