দিন দিন ত্বকের উজ্জ্বলতা দুটোই হারিয়ে যাচ্ছে। ত্বক(Skin) হয়ে যাচ্ছে কালচে। আর সেই সাথে ব্রণের সমস্যা তো আছেই। বিউটি পার্লার, নামি দামী ব্র্যান্ডের ক্রিম ব্যবহার করেও আগের সেই লাবণ্যময় উজ্জ্বল ত্বকের দেখা মিলছে না। কিন্তু প্রাকৃতিক ক্রিম ব্যবহার করেছেন কখনো? প্রতিরাতে ব্যবহার করুন ঘরে তৈরি সম্পূর্ণ পার্শ্বপ্রতিক্রিয়া বিহীন দারুণ ১ টি নাইট ক্রিম। হারিয়ে যাওয়া ত্বকের উজ্জ্বলতা এবং ত্বকের নানা সমস্যা থেকে রেহাই পাবেন বেশ সহজেই।
যা যা লাগবে –
– ১ মুঠো কাঠবাদাম(Tropical almond)
– আধা চা চামচ হলুদ গুঁড়া(Yellow powder)
– ১ টেবিল চামচ টক দই(sour yogurt)
– ২ চা চামচ লেবুর রস(Lemon juice)
– পরিমাণমতো চন্দন গুঁড়ো(Sandalwood powder)
পদ্ধতি ও ব্যবহারবিধি –
– কাঠবাদাম সারারাত পানিতে ভিজিয়ে রাখুন। পরের দিন সকালে এই কাঠবাদাম পিষে নিন মিহি করে।
– এরপর কাঠবাদামের সাথে চন্দন গুঁড়ো বাদে সব উপকরণ একসাথে দিয়ে ভালো করে মিশিয়ে নিন।
– তারপরও অল্প অল্প করে চন্দনের গুঁড়ো(Sandalwood powder মেশাতে থাকুন যাতে নরম পেস্টের মতো তৈরি হয়। ক্রিমের মতো ঘন মিশ্রন তৈরি করতে যতোটা লাগে চন্দন গুঁড়ো দিন।
– ভালো করে মিশিয়ে তৈরি করে নিন নাইট ক্রিমটি night cream । পরিষ্কার একটি কৌটায় ভরে ১ সপ্তাহ পর্যন্ত সংরক্ষণ করতে পারেন।
– প্রতিদিন রাতে ঘুমুতে যাওয়ার আগে ত্বক পরিষ্কার করে এই ক্রিমটি লাগিয়ে নিন ত্বকে। কিছুদিনের মধ্যেই ত্বকের উজ্জ্বলতা brightness skin ফিরে পেতে থাকবেন।