বিজিবিতে অসামরিক পদে নিয়োগ পদ , বেতন ও বিস্তারিত এখানে

বর্ডার গার্ড বাংলাদেশ(ইংরেজি: Border Guards Bangladesh (বাংলা অর্থ:বাংলাদেশ সীমান্ত রক্ষক) বাংলাদেশের একটি আধাসামরিক সংস্থা। এর কাজ হল মূলত বাংলাদেশের সীমান্ত রক্ষা করা। এর প্রধান কার্যালয় ঢাকার পিলখানায় অবস্থিত। বাংলাদেশের স্বাধীনতা অর্জনের পূর্বে এর নাম ছিল ইপিআর অর্থাৎ ইস্ট পাকিস্তান রাইফেল্‌স।বাংলাদেশের স্বাধীনতা অর্জনের পর ১৯৭২ সালে এর নাম হয় ‘বাংলাদেশ রাইফেলস’ (বিডিআর)।এর প্রধান আবুল হোসেন।

বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) (Border Guards Bangladesh) বিভিন্ন অসামরিক পদে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। আগ্রহী প্রার্থীদের টেলিটক প্রিপেইড মোবাইল (teletalk prepaid mobile) হতে এসএমএস এর মাধ্যমে রেজিস্ট্রেশন করতে হবে।

১) পদের নাম: ইমাম (পুরুষ)(male)

পদ সংখ্যা: ৩টি

বেতন স্কেল: ১০,২০০/-২৪,৬৮০/ টাকা

২) পদের নাম: অফিস সহকারী (পুরুষ)

আরো পড়ুন  রসুন খেলে কি কি উপকার পাওয়া যায়

পদ সংখ্যা: ৩টি

বেতন স্কেল: ৯,৩০০/-২২,৪৯০/ টাকা

৩) পদের নাম: মুয়াজ্জিন (পুরুষ)(male)

পদ সংখ্যা: ১টি

বেতন স্কেল: ১০,২০০/-২৪,৬৮০/ টাকা

৪) পদের নাম: পরিবার কল্যাণ পরিদর্শিকা

পদ সংখ্যা: ২টি

বেতন স্কেল: ১০,২০০/-২৪,৬৮০/ টাকা

৫) পদের নাম: সহকারী ওবিএম ড্রাইভার (পুরুষ)

পদ সংখ্যা: ৮টি

বেতন স্কেল: ৯,০০০/-২১,৮০০/ টাকা

৬) পদের নাম: কার্পেন্টার (পুরুষ)(male)

পদ সংখ্যা: ২টি

বেতন স্কেল: ৯,৩০০/-২২,৪৯০/ টাকা

৭) পদের নাম: টেইলর (পুরুষ)(male)

পদ সংখ্যা: ২টি

বেতন স্কেল: ৮,৮০০/-২১,৩১০/ টাকা

৮) পদের নাম: অফিস সহায়ক (এমএলএসএস) (পুরুষ)

পদ সংখ্যা: ২টি

বেতন স্কেল: ৮,২৫০/-২০,০১০/ টাকা

৯) পদের নাম: মালী (পুরুষ)(male)

পদ সংখ্যা: ৪টি

বেতন স্কেল: ৮,২৫০/-২০,০১০/ টাকা

১০) পদের নাম: ফাউলকিপার (পুরুষ)(male)

আরো পড়ুন  ছারপোকা তাড়ানোর খুব সহজ ৭টি ঘরোয়া উপায়

পদ সংখ্যা: ১টি

বেতন স্কেল: ৮,২৫০/-২০,০১০/ টাকা

১১) পদের নাম: মেসওয়েটার (পুরুষ)(male)

পদ সংখ্যা: ১টি

বেতন স্কেল: ৮,২৫০/-২০,০১০/ টাকা

১২) পদের নাম: বাবুর্চি (পাচক) (পুরুষ) (male)

পদ সংখ্যা: ২৩টি

বেতন স্কেল: ৮,২৫০/-২০,০১০/ টাকা

১৩) পদের নাম: পরিচ্ছন্নতা কর্মী (পুরুষ)(male)

পদ সংখ্যা: ৬টি

বেতন স্কেল: ৮,২৫০/-২০,০১০/ টাকা

বয়স: সাধারণ প্রার্থীদের ক্ষেত্রে ০৭/০৪/২০১৯ তারিখে বয়স ১৮ থেকে ৩০ বছর। মুক্তিযোদ্ধার সন্তান/ মুক্তিযোদ্ধার সন্তানদের সন্তানদের ক্ষেত্রে ০৭/০৪/২০১৯ তারিখে বয়স ১৮ থেকে ৩২ বছর।

ভর্তির স্থান ও তারিখ: রেজিস্ট্রেশনকৃত প্রার্থীদেরকে এসএমএসের মাধ্যমে জানানো হবে।

বিস্তারিত জানতে বিজিবি’র ওয়েবসাইট www. bgb.gov .bd ভিজিট করতে পারেন।

Leave a Reply

Your email address will not be published.