প্রতিদিনই আপনার ডক্টর অনলাইন বাংলা স্বাস্থ্য টিপস পোর্টালের ফেসবুক ফ্যানপেজে অনেক ম্যাসেজ আসে। সব ম্যাসেজর উত্তর দেওয়া সম্ভব হয় না।তাই পাঠকদের কাছে প্রশ্নটির বিস্তারিত তুলে ধরা হয় (প্রশ্নকারীর নাম ও ঠিকানা গোপন রেখে)। আপনি ও আপনার সমস্যার কথা লিখতে পারেন অামদের ফেসবুক ফ্যানপেজে
আমার প্রিয়ডের ডেট ১৯-২১। আমি নভেম্বরের ৮ তারিখে সেক্স করি কোনরকম প্রোটেকশন ছাড়াই। পরে ৭২ ঘন্টার ইমার্জেন্সি পিল ‘নো রিস্ক’ খাই। ঐ মাসের ১৬ তারিখ মার মাসিক শুরু হয় কিন্তু একদিন পর বন্ধ হয়ে যায়। এখন ডিসেম্বর মাসের ২১ তারিখ কিন্তু এখনও আমার মাসিক হচ্ছে না। এ অবস্থায় আমার করণীয় কী?